অবশেষে কাটল দুর্যোগের মেঘ। এবার বাংলা থেকে বিদায় নিয়ে বাংলাদেশের দিকে সরে গেল নিম্নচাপ। যার ফলে শনিবার সকাল থেকেই রোদ ঝলমলে আবহাওয়া রাজ্যজুড়ে।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে উত্তর থেকে দক্ষিণ— রাজ্যের সর্বত্র বেশিরভাগ সময় আকাশ ছিল মেঘলা। জেলায় জেলায় লাগাতার বৃষ্টিও হয়েছে। যার ফলে গত কয়েকদিনে একাধিক নদীর জলস্তর বেড়ে গিয়েছে। ডিভিসি জল ছেড়েছে। তবে এবার কিছুটা স্বস্তির বার্তা দিল আবহাওয়া দফতর। আগামী তিন-চার দিন বাংলায় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাল তারা। আগামী কয়েকদিন খুব বেশি হলে স্থানীয়ভাবে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
এদিকে নিম্নচাপ বাংলাদেশের দিকে সরতেই আরও গতি এল বর্ষার বিদায়ে। আগামী দিন দুয়েকের মধ্যে প্রতিবেশী রাজ্য বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার বেশ কিছু জায়গা থেকে বিদায় নিতে পারে মৌসুমী বায়ু। এ রাজ্য থেকেও শীঘ্রই বিদায় নেওয়ার পথে বর্ষা। আবহাওয়া দফতরের নজর এখন সাগরের দিকে। সাধারণভাবে ১২ অক্টোবর কলকাতা থেকে বিদায় নেয় বাংলা।