গত লোকসভা নির্বাচনে অনেককেই অবাক করে দিয়ে তৃণমূল কংগ্রেসকে কড়া টক্কর দিয়েছিল বিজেপি। একলাফে ২ থেকে বেড়ে রাজ্যে বিজেপির আসন সংখ্যা বেড়ে হয়েছিল ১৮। এরপর থেকে মোদী-শাহরা এসে বিধানসভা নির্বাচনে ‘২০০ পার’-এর স্লোগান দিয়েছিলেন। তবে সেঞ্চুরির অনেক আগেই আটকে গিয়েছিল বিজেপির গাড়ি। কিন্তু এখনই যদি লোকসভা নির্বাচন হয়?
ইন্ডিয়া টিভি ও সিএনএক্স জনমত সমীক্ষা অনুযায়ী, বাংলায় যদি এখনই লোকসভা ভোট অনুষ্ঠিত হয়, তাহলে তৃণমূল কংগ্রেস ৪৮ শতাংশ ভোট পেতে পারে। এদিকে বিজেপির ঝুলিতে আসতে পারে ৩৬ শতাংশ। এদিকে পৃথক লড়ে কংগ্রেসের ঝুলিতে আসতে পারে ৭ শতাংশ ভোট। অপরদিকে সমীক্ষা অনুযায়ী, সিপিএম পেতে পারে ৬ শতাংশ। এছাড়া অন্যান্য দলের ঝুলিতে যেতে পারে ৩ শতাংশ ভোট। এই সমীক্ষাটি ২০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবরের মধ্যে করা হয়েছিল।
ইন্ডিয়া টিভি ও সিএনএক্স জনমত সমীক্ষা অনুযায়ী, বাংলায় যদি এখনই লোকসভা ভোট অনুষ্ঠিত হয়, তাহলে তৃণমূল কংগ্রেস পেতে পারে ৩০টি আসন। গতবারের তুলনায় যা ৮ বেশি। এদিকে এখনও ভোট হলে বিজেপির ঝুলিতে আসতে পারে মাত্র ১০টি আসন। গতবারের তুলনায় ৮টি আসন কম। এদিকে পৃথক লড়ে কংগ্রেসের ঝুলিতে আসতে পারে ২টি আসন। গতবারও এই সংখ্যক আসনই বাংলা থেকে জিতেছিল হাত শিবির। অপরদিকে সমীক্ষা অনুযায়ী, সিপিএম পেতে পারে শূন্য। গতবারও লোকসভা ভোটে খলি হাতেই বসে থাকতে হয়েছিল বামেদের।