যতদিন না রাজ্যপাল এসে সমস্ত প্রশ্নের উত্তর ও ব্যাখ্যা দেবেন, ততদিন অবধি রাজভবনের সামনে চলবে তৃণমূলের ধর্না। আজ, শুক্রবার সন্ধ্যায় ধর্নামঞ্চ থেকে তারই ইঙ্গিত যেন দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকী, প্রয়োজনে পুজোর সময়েও এখানেই দিনরাত থাকবেন তিনি। ধর্নামঞ্চে যোগ দেওয়া ১০০ দিনের বঞ্চিত শ্রমিক, কৃষকদের উদ্দেশে তাঁর সাফ বক্তব্য, ”আমি যতক্ষণ না আমার প্রশ্নের ব্যাখ্যা পাব, ততক্ষণ এই ধরনা চলবে। আমি জানি না, পুজোর আগে যদি ব্যাখ্যা পাই, তাহলে এই ধরনার কোনও অর্থ নেই। আর তা নইলে যতদিন আপনাদের মুখে হাসি ফোটাতে পারব, ততদিন আমরাও হাসব না। আপনাদের আনন্দ দিতে না পারলে আমরাও আনন্দে শামিল হব না। দুর্গাপুজোয় আপনারা যদি নতুন জামাকাপড় পরতে না পারেন, আমরাও কেউ নতুন জামাকাপড় পরব না। এই সিদ্ধান্ত নিলাম।”
স্বাভাবিকভাবেই, অভিষেকের এই বক্তব্য থেকেই স্পষ্ট, প্রয়োজনে দুর্গাপুজোর সময়েও তৃণমূল ধর্না চালিয়ে যাবে। ১০০ দিনের কাজের বকেয়ার দাবিতে দিল্লীর বুকে সদ্যই বড়সড় আন্দোলন করে এসেছে তৃণমূল। সেখানে তাঁদের সময় দেওয়া সত্ত্বেও দেখা করেননি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। তারই প্রতিবাদে এখানে রাজ্যপালের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন অভিষেকের নেতৃত্বে তৃণমূল প্রতিনিধিরা। কিন্তু রাজ্যপাল আপাতত কলকাতায় নেই। দিল্লি ও উত্তরবঙ্গ সফরে রয়েছেন। যতদিন তিনি ফিরে তৃণমূলের সঙ্গে দেখা না করেন, ততদিন এই ধর্না চলবে বলেই জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় দুর্গাপুজো হলেও লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অব্যাহত রইবে আন্দোলন, এদিন স্পষ্টত তা জানিয়ে দিয়েছেন তিনি।