সোমবার গান্ধীজয়ন্তীতে বিহারের বহুচর্চিত কাস্ট সেন্সাস বা জাতিগত গণনার ফল প্রকাশ করে জাতীয় রাজনীতিতে সাড়া ফেলে দিয়েছে নীতীশ কুমার সরকার। এবার সেই জাতিগত জনগণনা নিয়ে সুপ্রিম কোর্টেও স্বস্তি পেল তারা। শীর্ষ আদালত জানিয়েছে, রাজ্য সরকারের কাজে তারা কোনও হস্তক্ষেপ করতে পারে না। তাই বিহার সরকার চাইলে জাতিগত জনগণনার রিপোর্ট প্রকাশ করতেই পারে।
প্রসঙ্গত, বিহারের জাতিগত জনগণনার রিপোর্ট প্রকাশে অনুমতি দিয়েছিল পাটনা হাই কোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করেই মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। শুক্রবার সেই মামলার শুনানি চলাকালীন শীর্ষ আদালত জানিয়ে দেয়, আপাতত বিহারের জাতিগত জনগণনার রিপোর্ট প্রকাশে স্থগিতাদেশ দেওয়া যাবে না। কারণ রাজ্য সরকারের কার্যকলাপে হস্তক্ষেপ করতে পারে না আদালত। তারা কোনও সিদ্ধান্ত নিলে সেখানে বাধা দেওয়া যায় না। তবে এই বিষয়টি নিয়ে বিহার সরকারকে নোটিসও দিয়েছে শীর্ষ আদালত। আগামী বছরের জানুয়ারি মাসে ফের বিহারের জাতিগত জনগণনা নিয়ে শুনানি হবে সুপ্রিম কোর্টে।