রাজভবনের সামনে ফের অবস্থান বিক্ষোভে বসলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল সারারাত তিনি ধর্না মঞ্চে ছিলেন। রাজ্যপাল সিভি আনন্দ বোস যতক্ষণ না তাঁদের সঙ্গে দেখা করছেন ততক্ষণ আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা করেছেন অভিষেক।
গতকাল সারারাত সেখানে অবস্থান বিক্ষোভ করার পর আজ সকাল ১১টা নাগাদ ফের সেখানে হাজির হয়েছেন তিনি। তাঁর সঙ্গে অবস্থান বিক্ষোভে রয়েছেন সাংসদ সৌগত রায়, দোলা সেন, চন্দ্রিমা ভট্টাচার্য সহ তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা। এদিকে আজও রাজভবনে ফিরছেন না রাজ্যপাল। উত্তরবঙ্গ থেকে সরাসরি তিনি চলে গিয়েছে দিল্লিতে। সূত্রের খবর সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে নাকি সাক্ষাৎ করবেন তিনি।
দিল্লি থেকে ফিরে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ‘রাজভবন অভিযান’-এর ডাক দিয়েছিল তৃণমূল। সেই মতো বুধবার দুপুর ২টোর পরে রবীন্দ্র সদন থেকে শুরু হয় মিছিল। অভিষেকের নেতৃত্বে রাজভবন পর্যন্ত সেই মিছিলে চোখে পড়ার মতো ভিড় হয়েছিল। জনস্রোত নিয়ে রাজভবনে পৌঁছলেও রাজ্যপাল সিভি আনন্দ বোসের দেখা মেলেনি। তিনি বৃহস্পতিবার সকালে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন। সেখান থেকে আবার দিল্লিতে ফিরে যান। কলকাতায় আসেননি। তৃণমূলের তরফে অভিযোগ, রাজ্যপাল তাঁদের সমাবেশকে ভয় পেয়ে পালিয়ে গিয়েছেন।