চলছে দুর্যোগ। প্লাবনবিধ্বস্ত গজলডোবা থেকে উদ্ধার হল এক মহিলা-সহ তিনজনের মৃতদেহ। তাঁদের পরিচয় এখনও জানা যায়নি। এছাড়া জলপাইগুড়ির তিস্তার বিবেকানন্দ পল্লী এলাকা থেকে উদ্ধার সেনাকর্মীর পোশাক এবং ব্যাগ। পোশাক উদ্ধার করা গিয়েছে। তবে ব্যাগটি উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানীয় বাসিন্দারা এক মহিলা-সহ তিনজনের দেহ ভেসে আসতে দেখেন। তাঁদের পরিচয় জানা যায়নি। সেনার পোশাক এবং ব্যাগও দেখা গিয়েছে। ব্যাগটিকে উদ্ধার করতে পারেননি তাঁরা। সিকিমে মেঘভাঙা বৃষ্টিতে এখনও নিখোঁজ ২৩ জন সেনা জওয়ান। পোশাকটি তাঁদেরই কারও হতে পারে অনুমান করা হচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য, তিস্তার চর জলমগ্ন হওয়ায় বিপন্ন বন্যপ্রাণ। নদী-সংলগ্ন লোকালয়ে হাজির হাতির দল। প্রায় ৮০টি হাতির দল বৈকন্ঠপুরের জঙ্গল থেকে বেরিয়ে পাতকাটা গ্রামপঞ্চায়েতের ঠেঙিপাড়া এলাকায় ঢুকে পড়ে। সকালে হাতির দলটি বসুনিয়া পাড়া এলাকায় ছিল। জলপাইগুড়ি শহর থেকে ৮ কিলোমিটার দূরে হাতির দল অবস্থান করায় শহরেও উদ্বেগ ছড়িয়েছে। হাতির দলটি জঙ্গল থেকে বেরিয়ে প্রায়দিনই তিস্তার চর এলাকায় ঘোরাফেরা করত। তিস্তার চরে জল ঢুকে যাওয়ায় দলটি লোকালয়ের কাছাকাছি চলে এসেছে বলে অনুমান। হাতির দলটি যাতে ক্ষয়ক্ষতি না করে এবং শহরমুখী হতে না পারে, সেজন্য বনকর্মীরা পাহারায় ব্যস্ত।