বাংলায় প্রথমবার ক্ষমতায় আসার পর থেকেই বেকারত্ব হ্রাসে উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিল্পায়ন এবং কর্মসংস্থানই যে পাখির চোখ, তাঁর সরকারের আগের দু’দফায় তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। করোনা অতিমারি পরিস্থিতিতেও বাংলায় থেমে ছিল না কর্মসংস্থান। এবার ফের রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সরকারি চাকরির সুযোগ। ৫৫০০টি শূন্য পদে নিয়োগ করা হবে গ্রুপ-সি ক্লার্কশিপে। আগে ক্লার্কশিপে নিয়োগ করা হত পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে। তবে মনে করা হচ্ছে এই বছর পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নিয়োগ হতে পারে।
জানা গিয়েছে, ক্লার্কশিপে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতেই হবে। স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ বা সমতুল্য যোগ্যতা থাকা বাধ্যতামূলক। ১৮ থেকে ৪০ বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স, তাঁরাই আবেদন করতে পারবেন। বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা। পে লেভেল ৬ অনুযায়ী বেতন দেওয়া হবে। মাসিক বেতনের পরিমাণ হবে প্রতিমাসে ২২,৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা। এর সাথে থাকবে ডিএ, এইচআরএ সহ অন্যান্য সুবিধাও। ইচ্ছুক প্রার্থীদের ডব্লুবিপিএসসি-এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। সঠিকভাবে ফর্ম ফিলাপের পর ছবি, স্বাক্ষর ইত্যাদি আপলোড করে, আবেদন মূল্য জমা দিতে হবে।