১০০ দিনের কাজ-সহ কেন্দ্রীয় প্রকল্পের প্রাপ্য আদায়ের দাবিতে বৃহস্পতিবার ‘রাজভবন চলো’ ডাক দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মতই আজ বৃহস্পতিবার থেকে রাজভবনের সামনে লাগাতার ধরনা কর্মসূচি শুরু করছে তৃণমূল। এদিন ধরনা শুরু হচ্ছে রাজভবনের উত্তর গেটে। যতদিন না কেন্দ্রের প্রতিনিধি রাজ্যপাল নিজে বঞ্চিতদের সঙ্গে সাক্ষাৎ করে ব্যবস্থা না নিচ্ছেন ততদিন এই ধরনা চলবে।
ওই ধরনা কর্মসূচিতে থাকতে হবে দলের সব সাংসদ ও বিধায়ককে। বুধবার রাতে তৃণমূল শীর্ষ নেতৃত্ব ‘রাজভবন চলো’ কর্মসূচির দায়িত্ব প্রাপ্ত নেতাদের এই নির্দেশ দিয়েছেন। আর এই নির্দেশ পাওয়ার পরেই রেড ক্রস রোডে শক্তপোক্ত মঞ্চ বাধা হয়েছে। আজ রবীন্দ্র সদনে জমায়েতের পর রানি রাসমণি অ্যাভিনিউ হয়ে রাজভবনের পাশ দিয়ে টেলিফোন ভবনের সামনে। উল্লেখ্য, রবীন্দ্র সদনের সামনে এদিন বিকেল তিনটেয় জমায়েত হবে। কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলা থেকেও দলে দলে তৃণমূল কর্মীরা আসবেন।
সেখান থেকে মিছিল করে রাজভবনের উদ্দেশে রওনা দেবেন লক্ষাধিক তৃণমূল কর্মী। প্রতিবাদ সভা শেষে প্রতিনিধিরা রাজভবনে যাবেন। দিল্লিতে নিয়ে যাওয়া কেন্দ্রকে লেখা ৫০ লাখ চিঠি রাজভবনে জমা দেওয়া হবে।, এদিকে তৃণমূলের রাজভবন অভিযানের দিন রাজ্যপাল সি ভি আনন্দ বোস চলে গিয়েছেন উত্তরবঙ্গে। তবে তৃণমূল সূত্রের খবর, যদি রাজ্যপাল নাও থাকেন, তাতেও অভিযান হবেই।