জেলা কমিটি গঠন ঘিরে ফের ‘বিদ্রোহ’ বিজেপি-তে। বিধায়ক অসীম সরকারের পর, এবার ফুঁসে উঠলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। সমাজ মাধ্যমে রাজ্য নেতৃত্বকে ‘বিভীষণ’ বলে আক্রমণ করলেন তিনি। বিজেপি-র বোলপুর সাংগঠনিক জেলা কমিটি গঠনের পরই নেতৃত্বকে নিশানা অনুপমের। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে বলেও কাজ না হওয়ার অভিযোগ করেছেন তিনি।
মঙ্গলবার বোলপুর সাংগঠনিক জেলা কমিটির ঘোষণা করেছে বিজেপি। সেই নিয়েই বুধবার সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ একটি লেখা পোস্ট করেন অনুপম। তিনি লেখেন, ‘গতকাল বোলপুর সাংগঠনিক জেলা কমিটি ঘোষণা হওয়ার পর থেকে অজস্র ফোন পেয়ে চলেছি। সকাল সকাল ঘুমও ভাঙল সে রকম কিছু ফোনে। তাই দু’চার কথা লিখতে বাধ্য হচ্ছি’।
অনুপম আরও লেখেন, ‘আগামী দিনে যে নির্বাচনটি আসছে, সেটি হলো মাননীয় নরেন্দ্র মোদিজির তৃতীয় বার প্রধানমন্ত্রী হওয়ার লড়াই। স্বাভাবিক ভাবেই আমরা যারা আবেগ দিয়ে বিজেপি করি এবং মাননীয় নরেন্দ্র মোদিজিকে মন-প্রাণ দিয়ে ভালোবাসি, তারা জানি এই নির্বাচনে অন্তত নূন্যতম কোনও রকম ত্রুটি-বিচ্যুতি থাকা চলবে না। আর এই নির্বাচনে জেতার জন্য টিম তৈরি করতে গিয়ে, সংগঠন এবং গ্রহণ যোগ্যতা আছে এরকম মানুষগুলিকে বেছে বেছে বাদ দিয়ে, নিজের কাছের মানুষদের যাঁরা জায়গা করে দেন, তাঁরা এক প্রকার ঘরের শত্রু বিভীষণ’।
এখানেই থামেননি অনুপম। তিনি লেখেন, ‘এই ধরনের বিভীষণদের জন্য মাঝেমধ্যেই জেলা বিক্ষোভ দেখে থাকি আমরা। ঘরের মধ্যে বার বার অনুরোধ সত্ত্বেও যখন কথা শোনা হয় না, মানুষ ধৈর্য হারিয়ে বিক্ষোভ শুরু করেন’। দেখেও ‘বিভীষণ’রা সবকিছু না দেখার ভান করেন এবং ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করেন অনুপম।
জেলা কমিটিতে জায়গা না পেয়ে কেউ যেন তৃণমূলে চলে না যান, সেই আবেদনও জানান অনুপম। তিনি জানান, তৃতীয় বার মোদিকে প্রধানমন্ত্রী করতে গেলে, প্রত্যেক লোকসভার আসনটে গুরুত্ব দিয়ে দেখতে হবে। তাই অভিমানে বসে না গিয়ে, বিক্ষুব্ধদের ‘বিভীষণ’দের মুখোশ দেওয়ার আর্জি জানান অনুপম।