ক্রিকেটে দীর্ঘদিন ধরেই বন্ধ ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ। বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়া কাপের মতো প্রতিযোগিতায় মুখোমুখি হলেও ২০১২-২০১৩ সালের পর থেকে কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি ভারত-পাকিস্তান। কয়েক দিন আগেই বিশ্বকাপ খেলতে ভারতে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। এই পরিস্থিতিতে দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডকে প্রস্তাব দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। ‘‘পাকিস্তানের মতো ভারতেও ক্রিকেট সব থেকে বেশি জনপ্রিয়। আমরা তো ভারতকে বার বার বলে আসছি, ভারত-পাকিস্তানের থেকে বড় ম্যাচ ক্রিকেটে নেই। সে অ্যাশেজই হোক, বা অন্য কোনও সিরিজ। তাই আমার মতে, ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হওয়া উচিত’’, জানান পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাকা আশরফ।
এরপরই পিসিবি চেয়ারম্যান বলেন, ‘‘আমি বিসিসিআইকে দ্বিপাক্ষিক সিরিজের প্রস্তাব দিচ্ছি। মহাত্মা গান্ধী ও মহম্মদ আলি জিন্নার নামে গান্ধী-জিন্না সিরিজ নাম দেওয়া হোক। প্রতি বছরই এই সিরিজ হোক। এক বার ভারতে খেলা হবে। এক বার পাকিস্তানে। ভারতের উচিত এই প্রস্তাব ভেবে দেখা।’’ তবে পাকিস্তান যতই প্রস্তাব দিক, এই পরিস্থিতিতে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের সম্ভাবনা আপাতত নেই বললেই চলে। কারণ, এশিয়া কাপে পাকিস্তানে খেলতে যায়নি ভারত। বিসিসিআই সচিব জয় শাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পাকিস্তানে যাবে না দল। ফলে ভারত তাদের সব ম্যাচে শ্রীলঙ্কায় খেলেছে। সেই বিষয় নিয়ে কম জটিলতার সৃষ্টি হয়নি। ভারতে বিশ্বকাপ খেলতে না আসার হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছিল পাকিস্তান। যদিও শেষ পর্যন্ত ভারতে এসেছে তারা। এই আবহেই ফের নতুন সিরিজের প্রস্তাব দিল পাকিস্তান। তবে তা আদৌ বাস্তবায়িত হবে কিনা, তা সময়ই বলবে।