নীরজ পাণ্ডের পর জ্যাভলিনে আরও এক নতুন তারকা পেল ভারত। মঙ্গলবার এশিয়ান গেমসে ৬২.৯২ মিটার বর্শা ছুড়ে চ্যাম্পিয়ন হলেন অন্নু রানি। ফাইনালে প্রথম থ্রোয়ে ৫৬.৯৯ মিটার ছোড়েন অন্নু। দ্বিতীয় থ্রোয়েই ৬১.২৮ মিটার ছুড়ে প্রথম স্থানে চলে যান তিনি। তাঁর সঙ্গে শ্রীলঙ্কার নাদিশা দিলশান ও চিনের লিউ হুইহুইয়ের লড়াই চলছিল।
প্রসঙ্গত, ৬১.৫৭ মিটার ছুড়ে এক সময় অন্নুকে টপকে গিয়েছিলেন নাদিশা। লিউ ৬১.২৯ মিটার ছুড়ে দ্বিতীয় স্থানে উঠে আসেন। কিন্তু হাল ছাড়েননি অন্নু। তখনও তিনটি শট বাকি ছিল ভারতীয় অ্যাথলিটের। নিজের চতুর্থ থ্রোয়ে ৬২.৯২ মিটার ছোড়েন অন্নু। ফলে সবাইকে টপকে যান তিনি। সেখান থেকে অন্নুকে আর ছাপিয়ে যেতে পারেননি বাকি প্রতিযোগীরা।