এবার মুর্শিদাবাদে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হল এক তৃণমূল কর্মীকে। জানা গিয়েছে, মুর্শিদাবাদের সূতিতে নিজের মুরগি খামারে এসে বিশ্রাম নেওয়ার সময়ই এমন শুটআউটের ঘটনা ঘটে। রাতে একজন লোক সেখানে এসেছিল বলে খবর। তারপর কিছু বোঝার আগেই ওই তৃণমূল কর্মীকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। যদিও গুলির শব্দ পেয়ে স্থানীয়রা ছুটে আসার আগেই আততায়ী চম্পট দিয়েছিল।
স্থানীয় সূত্রে খবর, গুলিবিদ্ধ রক্তাক্ত অবস্থায় খামারে লুটিয়ে পড়ে থাকা তৃণমূল কর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, সুতি থানা এলাকার জগতাই–২ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল সদস্যার স্বামী প্রবীর দাস তাঁর মুরগির খামারে বসে ছিলেন। রাত সাড়ে ১১টা নাগাদ সেখানে একজন উপস্থিত হন। কিছু বুঝে ওঠার আগেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে প্রবীরবাবুকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি করা হয়। একটি গুলি তাঁর মাথার নীচের অংশ ফুঁড়ে বেরিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়তেই আততায়ী চম্পট দেয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে পুলিশ।