সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওয় দেখা গিয়েছিল, কয়েকজন হিন্দু যুবক মসজিদের সামনে দাঁড়িয়ে সেদিকে উদ্দেশ্য করেই আরতি করছেন। যা নিয়ে চাঞ্চল্য ছড়াতেই সেই ঘটনার সঙ্গে যুক্ত ৫ যুবককে গ্রেপ্তার করল কর্ণাটক পুলিশ। সেইসঙ্গে সোশ্যাল মিডিয়া থেকে ভিডিওটি সরিয়ে ফেলারও নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনাটি কর্ণাটকের কোপ্পাল জেলার। সেখানে গণেশপুজোর বিসর্জনের দিনই ঘটেছে এমন কাণ্ড। জানা গিয়েছে, সেদিন গণেশ বিসর্জন উপলক্ষে এলাকার প্রায় সমস্ত মন্ডপ থেকেই বেরিয়েছিল শোভাযাত্রা। তার মধ্যে একটি শোভাযাত্রা স্থানীয় জামিয়া মসজিদের সামনে দিয়ে যাওয়ার কথা ছিল। যে কোনও সময় অশান্তি হতে পারে, এই আশঙ্কায় আগে থেকেই সেখানে মোতায়েন ছিল পুলিশ। তবু অপ্রীতিকর ঘটনা পুরোপুরি এড়ানো যায়নি। হঠাতই মসজিদের সামনে সেই শোভাযাত্রা থেমে যায়। তারপর সেই মিছিলের কয়েকজন যুবক মসজিদের সামনে বাজি ফাটাতে শুরু করেন। মসজিদ কর্তৃপক্ষ বারবার মানা করা সত্ত্বেও তাঁরা থামেননি বলেই অভিযোগ।
যদিও তখনই পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। মসজিদের সামনে থেকে ওই মিছিল সরিয়ে দেওয়া হয়। কিন্তু তারই মধ্যে পুলিশের নজর এড়িয়ে আরও এক কাণ্ড ঘটান মিছিলে থাকা কয়েকজন। যে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, মিছিলের কয়েকজন যুবক মসজিদের দিকে মুখে করে আরতি করছেন এবং সেদিকে উদ্দেশ্য করে সিঁদুর ছুঁড়ছেন। ভিডিওটি নজরে আসতেই ওই যুবকদের শনাক্ত করে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে পুলিশ। তাঁদের গ্রেপ্তারও করা হয়। সেইসঙ্গে সোশ্যাল মিডিয়া থেকে ওই ভিডিও সরানোর ব্যবস্থা করা হয়। শুধু তাই নয়। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্টের কিছু নিয়ম ঠিক করে দিয়েছে কোপ্পাল পুলিশ। অশান্তি ছড়াতে পারে এমন কিছু লেখাও যাবে না সোশ্যাল মিডিয়ায়।