আপনার নেতৃত্বে দেশ উন্নয়ন করছে। আমরাও এনডিএ-র অংশ হতে চাই। আমাকে এনডিএ-তে যোগ দিতে দিন। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও তাঁকে এমনই অনুরোধ করেছিলেন বলে গতকাল জানিয়েছেন মোদী। প্রধানমন্ত্রী আরও জানান, সেসময় তিনি নাকি কেসিআর-এর পথ আটকেছিলেন। মোদীর এহেন দাবির একঘণ্টা যেতে না যেতেই এই নিয়ে কড়া ভষায় প্রতিক্রিয়া দেন কেসিআর পুত্র কেটি রামা রাও। তিনি বলেন, ‘আমাদের পাগল কুকুরে কামড়ায়নি যে আমরা বিজেপির সঙ্গে জোট গঠন করে নির্বাচনে লড়ব।’ উল্লেখ্য, বর্তমানে ভারতীয় রাষ্ট্রীয় সমিতির কার্যকরী সভাপতি হলেন কেটিআর।
কয়েক মাস আগেও বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলিকে একছাতার তলায় এনে জাতীয় স্তরের নেতা হওয়ার চেষ্টা করছিলেন কে চন্দ্রশেখর রাও। তবে রাজ্য স্তরে কংগ্রেসের সঙ্গে বিআরএস-এর বিরোধের জেরে ইন্ডিয়া জোটে স্থান হয়নি বিআরএস-এর। যদিও তার আগে মুম্বই, কলকাতায় গিয়ে উদ্ধব, মমতাদের সঙ্গে দেখা করেছিলেন কেসিআর। এদিকে ইন্ডিয়া জোটে বিআরএস ঠাঁই না পাওয়ার পর থেকেই জল্পনা শুরু হয়েছিল, তাহলে হয়ত এনডিএ-তে যোগ দিতে পারে বিআরএস। এই নিয়ে জল্পনার মধ্যেই মোদী বলেন, ‘আজ প্রথমবারের জন্য আমি একটি গোপন কথা প্রকাশ করছি…আমার সাংবাদিক বন্ধুদের এটা যাচাই করে দেখা উচিত। আমি ১০০ শতাংশ সত্যি কথা বলছি। বিআরএস আমাদের সঙ্গে জোটে আসতে চেয়েছিল।’
মোদীর এই দাবির পরিপ্রেক্ষিতেই মুখ খোলেন কেসিআর পুত্র কেটিআর। তিনি বলেন, ‘এই প্রধানমন্ত্রী ধারাবাহিক নন। একদিকে, তিনি বলেছেন যে বিআরএস কর্ণাটকে কংগ্রেসকে টাকা দিয়েছে এবং তারপরে তিনি বলেছেন যে তিনি আমাদের এনডিএ-তে যেতে দেননি। আমাদের কি পাগলা কুকুর কামড়েছে যে আমরা গিয়ে এনডিএ-তে যোগ দেব? অনেক দল আপনার জোট ছেড়ে যাচ্ছে। শিবসেনা আপনাকে ছেড়েছে, জনতা দল (ইউনাইটেড) ছেড়েছে, তেলুগু দেশম পার্টি এবং শিরোমণি আকালি দল ছেড়েছে। আপনার সাথে আছেটা কে? সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং আয়কর বিভাগ ছাড়া এনডিএ-তে আপনার কে আছে?’