বড়সড় বিতর্কের মুখে মোদী সরকার। এবার প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি তৈরির ক্ষেত্রে বারবার অসহযোগিতার অভিযোগ উঠেছে কেন্দ্রের বিরুদ্ধে। এবার সেই অভিযোগের জল গড়াল কলকাতা হাই কোর্টে। দায়ের হল জনস্বার্থ মামলা। অভিযোগ, কেন্দ্রের এই প্রকল্পে তারা কোনও আর্থিক সহায়তা করছে না। ২০১৬ সালের এই প্রকল্পে কেন্দ্রের ৬০ শতাংশ আর্থিক সাহায্য ও রাজ্যের ৪০ শতাংশ আর্থিক সাহায্য থাকার কথা। দরিদ্র ও নিম্ন আয়ের মানুষজনদের জন্য কাঁচা বাড়িকে পাকা বাড়িতে রূপান্তরের জন্য এই আবাস যোজনার বন্দোবস্ত।
কিন্তু দেখা যাচ্ছে, কেন্দ্র দীর্ঘদিন ধরেই এ রাজ্যে এই যোজনায় তাদের ভাগের টাকা দেওয়া বন্ধ রেখেছে। তাতে প্রকল্প ব্যাহত হচ্ছে। ২০২৩-২৪ অর্থবর্ষে ২.৩৪ কোটি পাকা বাড়ি নির্মাণ করার কথা। কিন্তু সেই লক্ষ্যমাত্রা পূরণ হবে না। কেন্দ্র অন্য রাজ্যের ক্ষেত্রে এই প্রকল্পে টাকা দিলেও এই রাজ্যে টাকা দেয় না। এই অভিযোগের প্রেক্ষিতে অতিরিক্ত সলিসিটর জেনারেল হলফনামা দিয়ে বক্তব্য জানাতে আবেদন করেন। সেই আবেদন মঞ্জুর করেছে আদালত। আগামী ৯ই অক্টোবরের মধ্যে কেন্দ্রকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।