ইতিমধ্যেই এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। যার সুবাদে আইসিসির সাম্প্রতিকতম ওয়ানডে র্যাঙ্কিংয়ে দুই নম্বরে উঠে এল তারা। অন্যদিকে শ্রীলঙ্কার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পরে ক্রমতালিকায় নেমে গেল পাকিস্তান। এক নম্বর থেকে বাবর আজমরা নেমে গিয়েছেন তিনে। প্রসঙ্গত, আগামী মাসেই শুরু হচ্ছে বিশ্বকাপ। তার আগে এশিয়া কাপ শেষ বড় ধরনের টুর্নামেন্ট। সেই মেগা ইভেন্টের আগে অবশ্য অস্ট্রেলিয়ার সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারতীয় দল। ২২শে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সেই সিরিজ।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরপর ম্যাচ জেতার ফলে অস্ট্রেলিয়া উঠে এসেছে একনম্বর স্থানে। তবে দ্বিতীয় স্থান থেকে ওয়ানডে র্যাঙ্কিংয়ে একনম্বরে উঠে আসার সুযোগ রয়েছে ভারতের সামনে। কারণ অস্ট্রেলিয়া তৃতীয় ওয়ানডে হেরে গিয়েছে ১১১ রানে। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজের এখনও ২টি ম্যাচ বাকি রয়েছে। আর রবিবার এশিয়া কাপের ফাইনাল। ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ওয়ানডে র্যাঙ্কিংয়ে দ্বীপরাষ্ট্র রয়েছে সাত নম্বরে। চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড। পাঁচ ও ছয়ে যথাক্রমে নিউ জিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এবারের বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। দশ নম্বরে রয়েছে ক্যারিবিয়ানরা। বাংলাদেশ ও আফগানিস্তান রয়েছে যথাক্রমে আট ও নয় নম্বরে রয়েছে।