গণপরিবহণের সমস্যা দূরীকরণে নয়া পদক্ষেপ নিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কেবল পুরনো বাস মেরামতি নয়, আসন্ন দুর্গাপুজোর আগেই ২৫০টি নতুন বাস কিনতে চলেছে রাজ্য পরিবহণ দফতর। পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, গত বছরের অগাস্টে ১১৮০টি বিদ্যুৎচালিত বাস কেনার ব্যাপারে টাটা মোটর্সের সঙ্গে চুক্তি করেছিল রাজ্য সরকার। সেই চুক্তি অনুযায়ী, চলতি বছর মার্চের মধ্যে ৫৫০টি বাস পাওয়ার কথা ছিল।
তবে আদালতের মামলা কারণে সেই এখনও পর্যন্ত পাওয়া যায়নি। খাতায়-কলমে ২০১৮ সালে শেষবার বাসের ভাড়া বেড়েছিল। অথচ বেসরকারি বাস উঠলেই এখন ন্যূনতম দশ টাকা ভাড়া দিতে হয় যাত্রীদের। কারণ, মামলা গড়িয়েছিল আদালতে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ২০১৮ সালে যে ভাড়া সরকার নির্ধারণ করেছিল, সেই ভাড়াই নিতে হবে বেসরকারি বাস ও মিনিবাসগুলিকে। কোথাও বেশি ভাড়া নেওয়া হলে পদক্ষেপ নেওয়া সবে, এমনই জানিয়েছে রাজ্য।