বিপাকে বলিউড অভিনেতা গোবিন্দা। ১০০০ টাকার কোটি টাকার আর্থিক প্রতারণা মামলা ও পঞ্জি কেলেঙ্কারিতে পুলিশি জেরার মুখে পড়তে পারেন তিনি। সোলার টেকনো অ্যালায়েন্স নামক এক সংস্থা একাধিক দেশে ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগের নামে অপরাধের জাল বিছিয়েছিল, অভিযোগ ওঠে এমনটাই। আর এই সংস্থার হয়ে প্রচারমূলক ভিডিওয় দেখা গিয়েছিল গোবিন্দাকে। আর সেই কারণে জিজ্ঞাসাবাদ করা হতে পারে তাঁকে। উড়িষ্যার ইকনমিক্স অফেন্স উইঙ্গ-এর ইনসপেক্টর জেনারেল জেএন পঙ্কজ ‘দ্য টাইমস অফ ইন্ডিয়া’-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “আমরা খুব শীঘ্রই একটি দল মুম্বইতে পাঠাব, যারা গোবিন্দাকে জিজ্ঞাসাবাদ করবেন। তিনি সংস্থার একটি মেগা ইভেন্ট যা অনুষ্ঠিত হয়েছিল গোয়াতে সেখানে গিয়েছিলেন এবং সংস্থাকে কিছু ভিডিও মারফত প্রোমোট করেছিলেন। তবে গোবিন্দা যে কোনও সাসপেক্ট বা সন্দেহভাজন নন, তা স্পষ্ট করেন তিনি। “যদি এটা প্রমাণিত হয় যে শুধুমাত্র সংস্থাটির প্রচারে যুক্ত ছিলেন গোবিন্দা, সেক্ষেত্রে তিনি এই মামলায় একজন গুরুত্বপূর্ণ সাক্ষী হতে পারবেন”, জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, এই তলব নিয়ে এখনও পর্যন্ত বলিউড সুপারস্টারের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে মুখ খুলেছে তাঁর টিম। গোবিন্দার ম্যানেজার সাসি সিনহা বলেন, “এই ঘটনার সঙ্গে অভিনেতার কোনও যোগাযোগ নেই। তিনি আরও বলেন, “একটি সংস্থার ইভেন্টে গোবিন্দা গিয়েছিলেন এবং তিনি ফেরতও আসেন। এর সঙ্গে সংস্থার ব্যবসা বা ব্র্যান্ডিংয়ের কোনও সম্পর্ক নেই। অর্ধসত্য চারিদিকে ঘুরে বেড়াচ্ছে।” উল্লেখ্য, এই ঘটনায় একাধিক মানুষকে গ্রেফতার করা হয়েছে। এই বছরের শুরুতেই সংস্থার ভারত এবং ওডিশার প্রধান গুরতেজ সিং সিন্ধু এবং নিরোধ দাসকে গ্রেফতার করা হয়। এই দুই জন ছাড়াও বিনিয়োগ পরামর্শদাতা রতনাকর পালাইকেও অগাস্টে গ্রেফতার করা হয়। উড়িষ্যা পুলিশ সূত্রে খবর, ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগের নামে এই সংস্থাটি ভদ্রক, ময়ূরভঞ্জ, ভুবনেশ্বরে কমপক্ষে দশ হাজার মানুষের থেকে প্রায় ৩০ কোটি টাকা তুলেছিল। উত্তরপ্রদেশ, দিল্লী, হরিয়ানা, ঝাড়খণ্ড, পাঞ্জাব ও রাজস্থানেও এই সংস্থার জাল ছড়িয়েছিল বলে অনুমান করছেন তদন্তকারীরা।