দেশের বেশ কয়েকটি সংবাদমাধ্যম এবং তাদের সঞ্চালকদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে দীর্ঘদিন ধরেই সরব বিরোধী দলগুলি। আর তাই ‘ইন্ডিয়া’ জোট সিদ্ধান্ত নিয়েছিল বয়কট করা হবে সেই সব ‘গোদি মিডিয়া’র ধ্বজাধারীদের। সেই মতো বয়কট করা টেলিভিশন সঞ্চালকদের তালিকা প্রকাশ করল ইন্ডিয়া জোট। জাতীয় সংবাদমাধ্যমের মোট ১৪ জন সঞ্চালকের অনুষ্ঠানে কোনও প্রতিনিধি না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিরোধী শিবির।
ইন্ডিয়া জোটের প্রথম সমন্বয় বৈঠকেই সিদ্ধান্ত হয়ে গিয়েছিল কিছু কিছু টেলিভিশন শো’র সঞ্চালকদের বয়কট করা হবে। ‘টিম ইন্ডিয়া’র বক্তব্য, এই সঞ্চালকরা একপেশেভাবে খবর পরিবেশন করেন এবং সাম্প্রদায়িক বিভাজনে উসকানি দেন। এমনিতে কংগ্রেস আগেই একাধিক সঞ্চালককে বয়কট করেছিল। এবার সামগ্রিক ভাবে ইন্ডিয়া জোটই মোট ১৪ জন সঞ্চালককে বয়কট করল।
কোন কোন টেলিভিশন সঞ্চালককে বয়কট করা হবে, সেটা ঠিক করার ভার দেওয়া হয় ইন্ডিয়া জোটের প্রচার কমিটিকে। সেই কমিটির সদস্য পবন খেরা বৃহস্পতিবার ওই ১৪ জন সঞ্চালকের তালিকা প্রকাশ করেছেন। সেই তালিকায় রয়েছেন অর্ণব গোস্বামী, আমিশ দেবগন, সুধীর চৌধুরী, চিত্রা ত্রিপাঠী, নাবিকা কুমার, সুশান্ত সিনহা, রুবিকা লিয়াকত, গৌরব সাওয়ান্ত, প্রাচি পরাসর, শিব অরুর, অশোক স্ত্রীবাস্তব।