বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর থেকেই রাজ্যবাসীর জন্য একাধিক জনমুখী প্রকল্পের সূচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদের মধ্যে অন্যতম হল ‘দুয়ারে সরকার’ কর্মসূচি। আর এবার এল ‘দুয়ারে ডাক্তার’। অভিনব এই উদ্যোগে ব্যাপক সাড়া পড়ল মালবাজার মহকুমার নাগরাকাটায়। বৃহস্পতিবার নাগরাকাটা ব্লকের চম্পাগুড়ির স্বাস্থ্যশিবিরে এলেন বহু মানুষ। সুপার স্পেশ্যালিটি হাসপাতালের ৬ জন চিকিৎসক রোগীদের দেখেন। বিনে পয়সায় দিলেন ওষুধ। স্বাস্থ্যশিবিরে আসা চা শ্রমিক মনোজ মুন্ডা, রিতেন ওঁড়াওদের কথায়, “এটা খুব ভালো উদ্যোগ। চা বাগানের গরীব মানুষের পক্ষে সবসময় শহরে গিয়ে চিকিৎসা করানো সম্ভব হয় না। বাড়ির কাছে এভাবে চিকিৎসা মেলায় ভালো লাগছে।” মাঝেমধ্যেই এধরনের শিবির হলে উপকৃত হবেন বলেও জানিয়েছেন শ্রমিকরা।
এপ্রসঙ্গে জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ অসীম হালদার বলেন, “দুয়ারে সরকার কর্মসূচির অঙ্গ হিসেবে দুয়ারে ডাক্তার শুরু হয়েছে। রোগীদের বিনা পয়সায় সরকারি স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে আমরা এই শিবির করছি। গ্রামের মানুষেরা যাতে সঠিক পরিষেবা পায় সেটাই দেখার।” এদিন এই শিবিরে ছিলেন জেনারেল ফিজিশিয়ান, চর্মরোগ, চোখ, শিশুরোগ, অস্থি বিশেষজ্ঞরা ও সার্জন। এই শিবিরে উপস্থিত ছিলেন নাগরাকাটার জয়েন্ট বিডিও ডেনুকা রাই ও চম্পাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান রমেশ তিরকী-সহ অন্যান্যরা। এদিন সবমিলিয়ে শিবিরে আসে প্রায় ৩৫০-৪০০জন রোগী।