প্রায় বহুদিন ধরেই দুর্গত রেলওয়ে হকারদের স্বার্থ রক্ষায় লড়াই করছে জাতীয় বাংলা সম্মেলন এবং তাদের হকার সংগঠন। এবার কোন্নগর স্টেশনে প্রতিরোধ করে গড়ে তুলল তাঁরা। আজ সকালে বিরাট বাহিনী নিয়ে আরপিএফ কোন্নগর স্টেশনে হকারদের উপর হামলা চালায়। বেশ কিছু দোকান ভেঙে দেওয়া এবং মালপত্র তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠছে। হকারদের উপর আক্রমণের প্রতিবাদে, জাতীয় বাংলা সম্মেলনের নেতৃত্বেপাল্টা প্রতিরোধ করেন ক্ষুব্ধ হকাররা।
এদিন আইআরসিটিসি স্বীকৃত সমস্ত দোকান বন্ধ করিয়ে, সেই দোকানগুলির সামনে পাল্টা দোকান খুলে বিক্ষোভ দেখান হকাররা। বালি আরপিএফ পোস্ট ঘেরাও করেও বিক্ষোভ দেখানো হয়। হাওড়া স্টেশনের দিকে প্রতিবাদী হকাররা রওনা দেয়। হাওড়া স্টেশনে মাল বেচা শুরু করে। বিক্ষোভের মুখে পিছু হটে আরপিএফ। শেষমেশ আলোচনার প্রস্তাব দেয় তারা।