এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশে নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠতেই একটি বেসরকারি কোচিং সেন্টারের শিক্ষককে নগ্ন করে মারধর করলেন স্থানীয়রা। বুধবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। সেখানে একদম তুকোগঞ্জ থানার কাছেই ঘটনাটি ঘটে। রাস্তায় প্রথমেই টেনে হিঁচড়ে ওই শিক্ষকের জামা-প্যান্ট খুলে দেওয়া হয়। এরপর নগ্ন করে বেধড়ক মারধর করেন সকলে। শেষে পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তকে।
তুকোগঞ্জ থানার ইনচার্জ জিতেন্দ্র যাদব সংবাদমাধ্যমে জানিয়েছেন, স্থানীয় একটি কোচিং সেন্টারে ওই নাবালিকাটি নেটের জন্য প্রস্তুতি নিচ্ছিল। বিবেক নামের ওই ইন্সটিটিউটেরই একজন শিক্ষক সেই ছাত্রীকে স্থানীয় একটি ক্যাফেতে ডেকে পাঠান। অশ্লীল আচরণ করেন। শুধু তাই নয়, শৈলেন্দ্র নামের অন্য এক শিক্ষকও ওই নাবালিকাকে হুমকি দিয়েছেন বলে অভিযোগ।
এই কথা ওই নাবালিকা বাড়ি গিয়ে জানাতেই অভিযুক্ত শিক্ষককে ধরে বেদম মারে সবাই মিলে। ঘটনার পর ওই নাবালিকার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ভারতীয় সংবিধানের ৩৫৪ ধারা এবং পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। তবে শুধু অভিযুক্ত শিক্ষকই নয়, যারা রাস্তায় তাঁকে নগ্ন করে মারধর করেছিলেন, তাঁদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তুকোগঞ্জ থানার ইনচার্জ জিতেন্দ্র যাদব।