ময়দানের আরও একবার গোলের ঝড় তুলল স্প্যানিয়ার্ডরা। ইউরো যোগ্যতা অর্জন পর্বে গত শুক্রবার জর্জিয়ার বিরুদ্ধে জয় এসেছিল ৭-১ গোলে। আর মঙ্গলবার সাইপ্রাসের বিরুদ্ধে ৬-০ গোলে জিতল স্পেন। অন্য ম্যাচে বেলজিয়াম ৫-০ গোলে হারিয়েছে এস্তোনিয়াকে। ইতালি ২-১ গোলে হারায় ইউক্রেনকে। নরওয়ে ২-১ গোলে জিতেছে জর্জিয়ার বিরুদ্ধে। গোল পেয়েছেন ম্যাঞ্চেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড।
প্রসঙ্গত মঙ্গলবার স্পেনের হয়ে জোড়া গোল করেছেন ফেরান তোরেস। বাকি পাঁচ গোলদাতা গাভি, মিকেল মেরিনো, জোসেলু এবং আলেক্স বায়েনা। গ্রুপ ‘এ’তে চার ম্যাচে নয় পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছে স্পেন। এদিন ইউক্রেন হেরে যায় ইতালির বিরুদ্ধে। ইতালির হয়ে জোড়া গোল করেন ডেভিড ফ্রাত্তেসি। জর্জিয়ার বিরুদ্ধে নরওয়ের জার্সিতে আর্লিং হালান্ড ছাড়াও গোল করেছেন মার্টিন ওডেগার্ড।