ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির বৈঠকের পরে, ডিএমকে এমপি টিআর বালু বলেছেন যে দুই ডজনেরও বেশি বিরোধী দল নিয়ে গঠিত জোট অক্টোবরের প্রথম সপ্তাহে ভোট হতে চলা মধ্যপ্রদেশের ভোপালে তাদের প্রথম যৌথ জনসভা করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএমকে এমপি আরও উল্লেখ করেছেন যে সাংবিধানিক দলগুলি শীঘ্রই আসন ভাগাভাগি নিয়ে আলোচনা শুরু করবে এবং এই বছরের শেষের দিকে যে রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে সেগুলিকে অগ্রাধিকার দেওয়া হবে।
বালু বলেন, ‘আমরা বিভিন্ন রাজ্যে আসন ভাগাভাগির ব্যবস্থা এবং আলোচনায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে রাজ্যগুলিতে অবিলম্বে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে সেগুলিকে অগ্রাধিকার দেওয়া হবে। অক্টোবরের প্রথম সপ্তাহে ভোপালে প্রথম জনসভা অনুষ্ঠিত হবে’।
বুধবার দেশের রাজধানীতে এনসিপি প্রধান শারদ পাওয়ারের বাসভবনে ১২টি সদস্য দলের অংশগ্রহণে ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।
যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘সমন্বয় কমিটির প্রথম বৈঠকটি আজ শরদ পাওয়ারের বাসভবনে অনুষ্ঠিত হয়েছিল এবং এতে ১২ সদস্যের দল অংশ নিয়েছিল। ভারতীয় জনতা পার্টির প্রতিহিংসার রাজনীতি থেকে উদ্ভূত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তলবের কারণে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জি সভায় উপস্থিত হতে পারেননি’।