বাংলায় প্রথমবার ক্ষমতায় আসার পর থেকেই বেকারত্ব হ্রাসে উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিল্পায়ন এবং কর্মসংস্থানই যে পাখির চোখ, তাঁর সরকারের আগের দু’দফায় তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। করোনা অতিমারি পরিস্থিতিতেও বাংলায় থেমে ছিল না কর্মসংস্থান। এবার ফের রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সরকারি চাকরির সুযোগ। উত্তর দিনাজপুর জেলায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে। উত্তর দিনাজপুর জেলা পরিষদের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে চুক্তির ভিত্তিতে এই পদে নিয়োগ করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারী প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও আবেদনের জন্য কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হতে হবে পাশাপাশি দুই বছর কাজের অভিজ্ঞতা থাকা দরকার। এছাড়াও ভারতের নাগরিক হওয়া প্রয়োজন। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এই প্রার্থী বাছাই করা হবে। উত্তর দিনাজপুর জেলা প্রশাসনিক ওয়েবসাইটের হোমপেজে বিস্তারিত বিবরণ দেওয়া রয়েছে। সেখান থেকে আবেদন পত্র ডাউনলোড করে বিজ্ঞপ্তিতে দেওয়ার ঠিকানায় উল্লেখিত নথি জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২২ সেপ্টেম্বর।