জি-২০ সামিট উপলক্ষ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আয়োজিত নৈশভোজের একটি আমন্ত্রণ পত্রে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার পরিবর্তে প্রেসিডেন্ট অফ ভারত লেখার পর থেকেই জল্পনা শুরু হয়েছিল যে ‘ইন্ডিয়া’ নাম বদলে দেশের নাম ‘ভারত’ করতে চাইছে মোদী সরকার। শুধু তাই নয়। জি-২০ সামিটের মূল মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেমপ্লেটেও লেখা ছিল ‘ভারত’।
রাষ্ট্র নেতাদের পুস্পস্তবক থেকে প্রগতি ময়দানের আনাচে কানাচেও জ্বল জ্বল করছিল এই নাম। তবে বুধবার সামিটের সাফল্যের জন্য বিজেপির তরফে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার মঞ্চ থেকে উধাও ভারত। সেখানে ফিরে এলো ‘ইন্ডিয়া’। এমনকী, দলের তরফে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতেও ভারতের বদলে বারবার উল্লেখ করা হয় ইন্ডিয়া। যার ফলে ভারত নাকি ইন্ডিয়া? এ নিয়ে ধন্ধে গেরুয়া শিবির। দল কোন নামের পাশে থাকবে, নতুন করে তা নিয়ে ঘনাচ্ছে বিতর্ক।
