ভাঙড়কে কলকাতা পুলিশের আনার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতই ভাঙড়ে তৈরি হচ্ছে ৮টি নতুন থানা। পাশাপাশি, মহিলাদের ওপর হওয়া অপরাধ দমনেও তৈরি হবে ভাঙড় মহিলা থানা।
প্রসঙ্গত, কিছু দিন আগেই তৈরি হয়েছে কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশন। যে ডিভিশনের মধ্যেই থাকবে এই ভাঙড় মহিলা পুলিশ স্টেশন। এবার এই মহিলা থানায় ৩১টি পদের সৃষ্টি করা হল। যেখানে ৩১ জনকে নিয়োগ করা হবে বলে খবর।
ইতিমধ্যে এই ৩১ জন মহিলা পুলিশ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। তাতে বলা হয়েছে ১ জন মহিলা ইন্সপেক্টর, পাঁচ জন মহিলা সাব ইন্সপেক্টর, পাঁচ জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ও ১৫ জন মহিলা কনস্টেবল নেওয়া হবে।
এছাড়া ওয়ারলেস সুপারভাইসর পদে দু’জন এবং চালক পদে চুক্তি ভিত্তিক তিনজনকে নেওয়া হবে। সূত্রের দাবি, এই মহিলা থানার জন্য ৩১টি পদ তৈরির ক্ষেত্রে ইতিমধ্যে রাজ্যপালের সম্মতি মিলেছে। বর্তমানে যেখানে ভাঙড় থানা আছে সেখানেই এই ভাঙড় মহিলা থানা প্রস্তুত করা হবে।