নিজের ঢাক পেটাতে বরাবরই সিদ্ধহস্ত নরেন্দ্র মোদী। তিনি প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পর থেকে প্রায় নিত্যদিনই তাঁর এই আত্মপ্রচারের গুণের কথা হাড়ে হাড়ে টের পেয়েছে দেশবাসী। গত নয় বছরে প্রধানমন্ত্রী হিসেবে নিজের মুখকে দেশের মুখ হিসেবে তুলে ধরতে যথেষ্টই সফল হয়েছেন মোদী। আরববিগত কয়েক বছরের মতো এবারও ধুমধাম করে পালন হবে তাঁর জন্মদিন। ১৭ সেপ্টেম্বর থেকে এক পক্ষকাল সারা দেশে কর্মসূচি চলবে বিজেপির। এর পাশাপাশি এবার বেশ কিছু সরকারি কর্মসূচিও দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর জন্মদিনে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক যেমন তাদের আয়ুষ্মান ভব কর্মসূচি শুরু করতে চলেছে ১৭ সেপ্টেম্বর।
অন্যদিকে, কেন্দ্রীয় সরকারি সূত্রে জানা গিয়েছে, আগামী ১৭ তারিখ প্রধানমন্ত্রীর জন্মদিনেই নতুন সংসদ ভবনে প্রথমবারের মতো জাতীয় পতাকা উত্তোলন করা হবে। শোনা যাচ্ছে, জন্মদিনে প্রধানমন্ত্রী মোদীই পতাকা উত্তোলন করতে পারেন। উল্লেখ্য, পরদিন ১৮ সেপ্টেম্বর পুরনো সংসদ ভবনেই বসবে সংসদের বিশেষ অধিবেশন। ১৯ তারিখ থেকে পরের চারদিনের অধিবেশন হবে নতুন সংসদ ভবনে। অধিবেশন চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। ১৯ তারিখ হল গণেশ চতুর্থী। সরকারি সূত্রের খবর, ১৭ তারিখ কেন্দ্রীয় সরকারের পূর্ত বিভাগ নতুন সংসদ ভবনের বাইরে বিশ্বকর্মা পুজোর আয়োজন করবে। ওই বিভাগই নয়া সংসদ ভবন তৈরির দায়িত্বে ছিল। সেদিনই নতুন ভবনে জাতীয় পতাকা তোলা হবে।