প্রতি বছরই আতশবাজির কারণে দিল্লিতে বায়ুদূষণের মাত্রা বেড়ে যায়। তার সঙ্গে পাঞ্জাব ও হরিয়ানার মাঠে ধানের খড় পোড়াও রাজধানীতে দূষণ বৃদ্ধির অন্যতম কারণ। এবার আসন্ন দীপাবলি উৎসব মাথায় রেখে সমস্ত রকম বাজি বানানো, বিক্রি করা, জমা করার এপর ফের নিষেধাজ্ঞা জারি করল দিল্লি সরকার। শীতকাল ও তার প্রাক্কালে বাজির কারণে বায়ুদূষণের মাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সোমবার জানিয়েছেন পরিবেশ মন্ত্রী গোপাল রাই।
গোটা শহরেই এই নিষেধাজ্ঞা কার্যকর রাখতে দিল্লি পুলিশ কড়া নজর রাখবে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, দিল্লি সরকার গত তিন বছর ধরেই এই নিষেধাজ্ঞা জারি করে আসছে। সেই প্রসঙ্গ তুলে রাই জানান, গত কয়েক বছর ধরে এই নিষেধাজ্ঞার কারণে শহরের দূষণ অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পারা গিয়েছে। তিনি বলেন, পরিবেশের স্বার্থে আমরা দিল্লিবাসীরা বরং প্রদীপ ও আলো জ্বালিয়ে দীপাবলি পালন করব।