রাজ্য পুলিশের বড়সড় রদবদল। গত অগস্ট মাসেই চার শীর্ষ পদাধিকারী পুলিশ আধিকারিককে বদলি করা হয়। এবার রাজ্যে একাধিক আইপিএস বদলি । ৩১ জন আইপিএস বদলি করা হল।
নবান্ন সূত্রে খবর, অখিলেশ কুমার চতুর্বেদী, যিনি শিলিগুড়ি পুলিশ কমিশনার ছিলেন , তাঁকে আইজি জলপাইগুড়ি রেঞ্জ করা হল। মুকেশ ছিলেন ডিআইজি বাঁকুড়া, তাঁকে ডিআইজি মুর্শিদাবাদ করা হল। সি সুধাকর ছিলেন জলপাইগুড়ির ডিআইজি । তাঁকে শিলিগুড়ির পুলিশ কমিশনার করা হল। রশিদ মুনির খান, ডিআইজি মুর্শিদাবাদ ছিলেন। তাঁকে ডিআইজি হেড কোয়ার্টার করা হল।
সরিয়ে দেওয়া হয়েছে বারুইপুরের এসপিকেও। বারুইপুরের এসপি পুষ্পাকে কলকাতা পুলিশের কম গুরুত্বপূর্ণ ব্যাটেলিয়ন টু-তে পাঠানো হয়েছে ডিসি করে। পুষ্পার জায়গায় আনা হয়েছে ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ কমিশনার পলাশ চন্দ্র ঢালিকে।