এবার আইটি হাবের যানজট কাটাতে চিংড়িহাটা থেকে নিউটাউন পর্যন্ত নতুন উড়ালপুল নির্মাণের কাজ শুরুর পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পুজোর আগেই এজন্য দরপত্র ডাকা হতে চলেছে বলে খবর কেএমডিএ ও পূর্ত দফতর সূত্রে। এই উড়ালপুল নির্মাণের জন্য ৭০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, চিংড়িঘাটা থেকে মহিষবাথান পর্যন্ত প্রস্তাবিত উড়ালপুলটি হবে চার লেনের। লম্বায় হবে ৬ কিমি।
চিংড়িঘাটা থেকে শুরু হয়ে এই উড়ালপুল নিকোপার্ক থেকে ডান দিকে ঘুরে মহিষবাথানে গিয়ে নামবে। উড়ালপুল থেকে ২টি র্যাম্প নামবে। একটি র্যাম্প নামবে কলেজ মোড়ের দিকে। অন্যটি নামবে গোদরেজ ওয়াটার সাইডের দিকে। কলেজ মোড়ের দিকে যে র্যাম্প নামবে সেটি দিয়ে উড়ালপুল থেকে নামা যাবে। অন্যদিকে, গোদরেজ ওয়াটার সাইডের দিকে যে র্যাম্প নামবে তা দিয়ে উড়ালপুলে ওঠা যাবে।
প্রাথমিকভাবে ঠিক হয়েছিল কলকাতা মেট্রোপলিটন উন্নয়ন কর্তৃপক্ষ ও কেএমডিএ এই উড়ালপুল নির্মাণের কাজ করবে। তবে পরে এই দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের পূর্ত দফতরকে। এই উড়ালপুল তৈরির জন্য দীর্ঘদিন ধরেই সচেষ্ট ছিল রাজ্যের নগরোন্নায়ন দফতর। ইতিমধ্যেই কেএমডিএ-র তরফে তৈরি করা হয়েছে বিস্তারিত প্রকল্প রিপোর্ট বা ডিপিআর। তা এবার তুলে দেওয়া হবে পূর্ত দফতরের হাতে৷