বিরোধী জোট ‘ইন্ডিয়া’র জোটের প্রথম বৈঠক হয়েছিল পাটনায়। দ্বিতীয়টি বেঙ্গালুরুতে। এবং গত ১ সেপ্টেম্বরই মুম্বইয়ে ছিল তৃতীয় বৈঠকে। আর আগামিকাল বুধবার দিল্লিতে শরদ পাওয়ারের বাসভবনে বসতে চলেছে ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির প্রথম বৈঠক। ওই বৈঠকে লোকসভার পাশাপাশি রাজস্থান, মধ্যপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে আসন সমঝোতা নিয়েও কথা হবে। মঙ্গলবার এই খবর জানিয়েছেন সিপিআইয়ের সাধারণ সম্পাদক ডি রাজা। তাঁর দাবি, ইতিমধ্যে সংশ্লিষ্ট দলগুলির রাজ্য স্তরের নেতাদের মধ্যে আসন রফা নিয়ে কথা হয়েছে।
সংবাদ সংস্থাকে দেওয়া প্রশ্নের জবাবে রাজা বিশদ কিছু জানাননি। তবে তাঁর কথার অর্থ রাজস্থান, ছত্তীসগড়, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানায় কংগ্রেসের সঙ্গে বাম দলগুলির পাশাপাশি আম আদমি পার্টির সঙ্গেও বোঝাপড়া হতে পারে। পঞ্চম রাজ্য মিজোরাম এই আলোচনায় নেই। রাজস্থানে সিপিএমের সঙ্গে কংগ্রেসের আসন রফার কথা আগেই হয়েছে। তেলেঙ্গানাতেও সিপিএম ও সিপিআই কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়বে যদি ভারত রাষ্ট্র সমিতি তাদের কাঙ্খিত সংখ্যায় আসন না দেয়। তিন দল যৌথভাবে প্রচারও শুরু করেছে।