এবার নতুন বিতর্কে জড়াল মোদী সরকার তথা দেশের শাসকদল বিজেপি। কারণ? সংসদ কর্মীদের নতুন ইউনিফর্ম। প্রসঙ্গত, আগামী ১৮ই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন। চলবে ২২ তারিখ পর্যন্ত। ১৯ই সেপ্টেম্বর গণেশ চতুর্থীর দিন থেকে অধিবেশন বসবে নতুন সংসদ ভবনে। আর সেদিন থেকেই সংসদের কর্মচারীদের পোশাকও বদলে যাবে। নতুন ইউনিফর্মের কথা সরকারিভাবে এখনও ঘোষণা করা হয়নি। তবে সংসদের বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবরে জানা গিয়েছে, ইউনিফর্ম ডিজাইন করার ভার দেওয়া হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজিকে।
সংসদের পুরুষ কর্মীদের ইউনিফর্ম হতে চলেছে ক্রিম রঙের শার্ট ও খাকি প্যান্ট। অন্যদিকে মহিলা কর্মীদের জন্য বাছাই করা হয়েছে হাল্কা রঙের শাড়ি। সূত্রের খবর, জামা ও শাড়িতে পদ্মফুল আঁকা থাকবে। আর এ নিয়ে তোলপাড় রাজনৈতিক মহলে। উল্লেখ্য, পদ্ম বিজেপির দলীয় এবং নির্বাচনী প্রতীক। কাজেই সংসদ কর্মচারীদের পোশাকে পদ্মফুল থাকার সিদ্ধান্ত ঘিরে সূত্রপাত হয়েছে বিতর্কের। পাশাপাশি, খাকি প্যান্ট হল হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের পোশাক হিসাবে বিখ্যাত। তাহলে কি পদ্মফুল এবং খাকি প্যান্ট মাধ্যমে এবার সংসদেও গৈরিকীকরণ ও উগ্র হিন্দুত্ববাদের আমদানি করতে চলেছে মোদী সরকার? এমনই প্রশ্ন তুলেছেন বিরোধীরা। পাশাপাশি, নিন্দায় সরব হয়েছে অন্যান্য মহলও।