“ইতিহাসে পাতিহাঁস, ভূগোলেতে গোল”। এ কথা যেন অক্ষরে অক্ষরে খাটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে। কারণ যেই শুভেন্দু সর্বদাই অন্যের কথার খুঁত ধরতে ব্যস্ত থাকেন, তাঁর ভূগোলের জ্ঞানে হকচকিয়ে গিয়েছেন পন্ডিতরা!
সোমবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের জুলপিয়ায় এক জনসভায় বক্তব্য রাখার সময় মোদী প্রশস্তি গাইতে গিয়ে শুভেন্দু বলেন, নরেন্দ্র মোদীজি যখন বিদেশে যান, তখন পাপুয়া-নিউ গিনির প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেন। পাপুয়া-নিউ গিনির রাষ্ট্রপ্রধানকে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করেন, মোদীজির পায়ে হাত দিয়ে প্রণাম করলেন কেন? তিনি বলেন, মোদীজি তাঁর নিজের দেশের মানুষকে ২২৫ কোটি ডোজ করোনার ভ্যাকসিন দেওয়ার পরেও পৃথিবীর ৫৫টা দেশকে করোনার ভ্যাকসিন বিনামূল্যে দিয়েছেন। তার মধ্যে পাপুয়া-নিউ গিনিও ছিল। তিনি আফ্রিকার এই ছোট্ট দেশটার কয়েক লক্ষ মানুষকে বাঁচিয়েছেন।’
পাপুয়া-নিউ গিনি কী করে গোটা ভারত মহাসাগর পেরিয়ে আফ্রিকায় চলে গেল তাই বুঝে উঠতে পারছেন না ভূগোলের অধ্যাপকরা! কারণ, মানচিত্র বলছে, পাপুয়া-নিউ গিনি ওশিয়ানিয়া মহাদেশের অন্তর্গত দেশ। স্বাভাবিকভাবেই শুভেন্দুর এ হেন মন্তব্য নিয়ে রসিকতা শুরু হয়েছে।