জি২০ সম্মেলনের আয়োজনে কেন্দ্রীয় সরকারের বাজেটে বরাদ্দ ছিল ৯৯০ কোটি টাকা। তার বদলে মোদী সরকার কেন জি২০ সম্মেলনে ৪,১০০ কোটি টাকা খরচ করেছে, তা নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস, তৃণমূল।
জি২০ সম্মেলনকে অজুহাত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের প্রচার করেছেন বলে আগেই বিরোধীরা অভিযোগ তুলেছিলেন। আজ কংগ্রেসের অভিযোগ, মোদী সরকার মধ্যবিত্ত থেকে কৃষকদের সুরাহার বন্দোবস্ত করে না। কিন্তু প্রধানমন্ত্রীর ভাবমূর্তি তৈরিতে কোটি কোটি টাকা খরচ করে।
ভারতের সভাপতিত্বে জি২০ সম্মেলন আয়োজনের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গত ১ ফেব্রুয়ারি বাজেটে ৯৯০ কোটি টাকা বরাদ্দ করেছিলেন। এখন সরকারি মহল থেকে জানা যাচ্ছে, জি২০ সম্মেলনের আয়োজন, দিল্লিকে ঢেলে সাজানোর জন্য ৪,১০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। গোটা দিল্লি প্রধানমন্ত্রীর ছবিতে মুড়ে দেওয়া হয়েছে। জি২০ সম্মেলনের সাফল্যের কৃতিত্ব নরেন্দ্র মোদীকে দিতে অমিত শাহ, জে পি নড্ডার নেতৃত্বে বিজেপির নেতা-মন্ত্রীরা মাঠে নেমে পড়েছেন।
কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক কে সি বেণুগোপাল অভিযোগ তুলেছেন, গত বছর ইন্দোনেশিয়ার বালি-তে জি২০ সম্মেলনের জন্য ৩৬৪ কোটি টাকা খরচ হয়েছিল। মোদী সরকার যা খরচ করেছে, তার দশ ভাগের এক ভাগেরও কম। কোভিড অতিমারির পরে সব সরকারই অনুষ্ঠানের খরচ কাটছাঁট করছে। অথচ মোদী সরকার বাজেটে ৯৯০ কোটি টাকা বরাদ্দ হলেও ৪,১০০ কোটি টাকা ব্যয় করে ফেলেছে।