প্রায় ৫ বছর পর বিদেশ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে রয়েছেন প্রতিনিধিদল। আছেন সাংবাদিকরাও। কিন্তু সেই বিদেশ সফরের শুরুতেই বিপত্তি। বিলম্বিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ বিমান। সূত্রের খবর, অন্তত দেড় ঘণ্টা দেরিতে সফর শুরু হবে তাঁর এবং রাজ্য সরকারের প্রতিনিধি দলের। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা নাগাদ দুবাইগামী বিশেষ বিমান ছাড়ার কথা ছিল। কিন্তু তা অন্তত ২ ঘণ্টা দেরি হবে ছাড়তে। সাড়ে ১০টা নাগাদ বিমানটি ছাড়ার কথা। তবে কী কারণে বিমান বিলম্বিত, সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
এদিন নির্ধারিত সময়েই সকলে বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে জানা যায়, এমিরেটস-এর বিশেষ বিমান অন্তত দেড় ঘণ্টা দেরিতে ছাড়বে। দমদম বিমানবন্দর থেকে বিমান উড়ে যাবে দুবাই। সেখানে ১৮ ঘণ্টার বিশ্রাম। সাংবাদিকরা জানিয়েছেন, শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রী স্পেন সফরের অনুমতি মিলেছে বিদেশমন্ত্রকের তরফে। সেই কারণে ‘কানেক্টিং ফ্লাইটে’র টিকিট পেতে অনেকটাই সমস্যা হয়েছে। ফলে দুবাই থেকে মাদ্রিদগামী বিমানটির জন্য সেখানে ১৮ ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।