এবার কি স্পেনের লা লিগার হাত ধরে উন্নীত হতে চলেছে বাংলার ফুটবল? আপাতত জল্পনা তেমনটাই। বিশ্বজুড়ে প্রবল জনপ্রিয় এই লিগ। স্পেন সফরে গিয়ে লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ার তেভাজের সঙ্গে প্রথমেই বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৪ই সেপ্টেম্বর সেই বৈঠক হওয়ার কথা। এক্স হ্যান্ডেলে লা গিলা যে ক্যালেন্ডার প্রকাশ করেছে, সেখানে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, জানা যাচ্ছে যে বাংলার ফুটবলের উন্নতিকল্পে লা লিগার সঙ্গে বাংলার সরকারের একটি ‘মউ’ সাক্ষরিত হতে পারে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত থাকবেন কলকাতার তিন প্রধানের কর্তারা। উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। ওই বৈঠকে থাকার কথা ছিল ভারতের ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রীরও। কিন্তু সুনীলের পক্ষে তাঁর সদ্যোজাত সন্তান এবং স্ত্রী সোনমকে ছেড়ে বিদেশে যাওয়া সম্ভব হচ্ছে না বলেই জানিয়েছে সূত্র।