মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই বারবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআইকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। বিজেপির ভূমিকা ‘ওয়াশিং মেশিন’-এর মতো বলে দাবি করেছে বাংলার শাসকদল তৃণমূল। এবার সেই দাবিতেই সিলমোহর দিলেন খোদ বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা! লাভপুরের দলীয় কর্মসূচি থেকে ঘাসফুল শিবিরের নেতা-কর্মীদের বিজেপিতে যোগদানের আহ্বান জানালেন তিনি। তাঁর এই মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই তোলপাড় রাজনৈতিক মহল।
এদিন অনুপম বলেন, “হাতে মোটা বালা, গলায় মোটা সোনার চেন, বেঁধে যাঁরা ঘুরে বেড়াচ্ছেন। এই ধরনের যে নেতারা রয়েছেন, যাঁদের মনে হচ্ছে যেকোনও সময়ে ইডি-সিবিআই আসতে পারে। তাঁদের বলছি এখন থেকে চুরিটা বন্ধ করুন। আর আমার ফেসবুকে, একটা নম্বরও দেওয়া রয়েছে। যদি সামনে এসে বিজেপিতে যোগ দেওয়ার কথা বলতে লজ্জা লাগে, কানে কানে এসে বলে যান। আমরা দেখব, আপনাদের কীভাবে কাজে লাগানো যায়।” অনুপম হাজরার এই মন্তব্য নিয়ে তুঙ্গে পৌঁছেছে রাজনৈতিক চাপানউতোর। পদ্মশিবিরকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। “বিজেপি যে চোর, চিটিংবাজদের দল তা অনুপমের আহ্বানেই স্পষ্ট”, জানিয়েছেন তিনি।