দেশের দারিদ্র আড়াল করে অতিথি আপ্যায়নে প্রাণপাত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জি২০ সম্মেলনের বৈঠকে যোগ দিতে আসা বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের পদাধিকারীদের আতিথেয়তায় কোনও কসুর করেননি। যেমন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ডিরেক্টর জেনারাল এনগোজি ওকোঞ্জো ইয়েলা জি২০ সম্মেলমে যোগ দেওয়ার জন্য গত বৃহস্পতিবার রাতে নয়াদিল্লিতে পৌঁছে গিয়েছিলেন। শনিবার সম্মেলনের বৈঠকের মধ্যেই মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন ইয়েলা।
সেখানে মোদীর সঙ্গে করমর্দন করেন তিনি। করমর্দনের পর মোদী@২০ বইটি তাঁর হাতে তুলে দেন প্রধানমন্ত্রী। তিনি নিজে স্বাক্ষর করে বইটি তুলে দেন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ডিরেক্টরে হাতে। যে ঘটনার ভিডিয়োও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। এ নিয়ে খোঁচা দিতে ছাড়েননি নেটিজেনরা। তাঁদের বক্তব্য, অতিথি আপ্যায়নের আড়ালে আদতে আত্মপ্রচার করেছেন মোদী।