গত বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, মন্ত্রিসভায় একটা ছোট রদবদল করতে চলেছেন তিনি। তবে নতুন কোনও মুখ এখনই মন্ত্রিসভায় আসবে না। যেমন কথা তেমন কাজ। এবার মন্ত্রিসভার রদবদলে পর্যটন দফতর ফিরল পুরনো মন্ত্রীর কাছেই। মাস খানেক আগে ইন্দ্রনীল সেনকে পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারম্যান করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার তাঁকে ফের পর্যটন দফতরের দায়িত্বও ফিরিয়ে দিলেন। অন্যদিকে, বাবুল সুপ্রিয়র দায়িত্বে পর্যটন ছাড়াও তথ্য ও প্রযুক্তি (আইটি) দফতর ছিল। তা এর পরেও বাবুলের কাছেই থাকবে। সেই সঙ্গে পর্যটন থেকে সরিয়ে তাঁকে অচিরাচরিত শক্তি উৎস দফতরের দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী।
অন্যদিকে, জ্যোতিপ্রিয় মল্লিকের দায়িত্বে বন দফতর এবং অচিরাচরিত শক্তি উৎস দফতর ছিল। তাঁকে অচিরাচরিত শক্তি উৎস দফতর থেকে সরিয়ে বন দফতরের পাশাপাশি শিল্প পুনর্গঠন দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। রদবদলে তাৎপর্যপূর্ণভাবেই গুরুত্ব বেড়েছে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের। তাঁকে সমবায় দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এতদিন সমবায় দফতরের দায়িত্বে ছিলেন হাওড়ার প্রবীণ নেতা অরূপ রায়। তাঁকে এবারের রদবদলে সমবায় দফতর থেকে সরিয়ে খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, শনিবার রাজভবনে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পর রদবদলের ফাইল ছেড়ে দিয়েছেন রাজ্যপাল।