বঙ্গ বিজেপি-র সদর দফতর ৬ নম্বর মুরলীধর লেনে নেশা, পুরনো গাড়ি বিক্রি করে দেওয়া-সহ দলের একাংশের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে চিঠি গেল বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কাছে। সংখ্যালঘু সেলের এক নেতা এই চিঠি পাঠিয়েছেন বলে খবর।
সংখ্যালঘু সেলের এই নেতার অভিযোগ, রাত্রিবেলা দলের রাজ্য দফতরে বসে মদ্যপান করা হচ্ছে। শুধু তাই নয়, দলের তরফে জেলা বিজেপি সভাপতিদের দেওয়া গাড়ি বিক্রি করে বহু টাকা আত্মসাৎ করছেন কোনও একজন বিজেপি নেতা। সেই সব তথ্য বিস্তারিতভাবে জে পি নাড্ডার কাছে চিঠি পাঠিয়ে জানানো হয়েছে। আর এই অভিযোগ প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে রাজ্য বিজেপি নেতৃত্ব।
সামনে লোকসভা ভোট। তার আগে বাংলায় পঞ্চায়েত ভোট শেষ হয়েছে। মোটের উপর খুব একটা ভাল ফল করেনি বঙ্গ বিজেপি। শুধু তাই নয়, সদ্য শেষ হওয়া ধূপগুড়ি উপনির্বাচনেও নিজেদের জেতা আসন চলে গিয়েছে তৃণমূলের কাছে। তবে হাল ছাড়তে নারাজ গেরুয়া শিবির। লোকসভা নির্বাচনের আগে বাংলায় নিজেদের অবস্থান আরও পোক্ত করতে কখনও দিল্লিতে, কখনও কলকাতায় দফায় দফায় চলছে বৈঠক। সেই সময় এই অভিযোগ শাসকদল তৃণমূলে যে কটাক্ষ করবে না তা বলাবাহুল্য। এখন দেখার অভিযুক্ত নেতার বিরুদ্ধে কী ব্যবস্থা নেয় গেরুয়া শিবির।