মাত্র ঊনিশ বছর বয়সেই ইউএস ওপেন চ্যাম্পিয়ন হয়ে নজির গড়লেন মার্কিন তরুণী কোকো গফ। ছুঁয়ে ফেললেন কিংবদন্তি সেরেনা উইলিয়ামসকে। শনিবার রাতে বেলারুশের এরিনা সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেনের চ্যাম্পিয়নশিপের খেতাব জিতলেন গফ। বিশ্বের দ্বিতীয় বাছাই সাবালেঙ্কাকে ফাইনালে ২-৬, ৬-৩, ৬-২ গেমে হারিয়েছেন তিনি। ফাইনালের আগে গফের তুলনায় অনেকটাই এগিয়ে ছিলেন সাবালেঙ্কা। এই মুহূর্তে এটিপি ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। চলতি বছর ইতিমধ্যেই একটি গ্র্যান্ড স্লাম জিতেছেন। উঠেছিলেন অন্য দুটি গ্র্যান্ড স্লামের সেমিফাইনালেও।
উল্লেখ্য, এদিন ম্যাচের শুরুটাও চ্যাম্পিয়নের মতোই করেন সাবালেঙ্কা। প্রথম সেটে গফকে একপ্রকার দাঁড়াতেই দেননি তিনি। ২-৬ গেমে সেট জেতার পর মনে হচ্ছিল তাঁর ম্যাচ জেতা সময়ের অপেক্ষা। কিন্তু তারপরই দুর্দান্তভাবে ফিরে আসেন গফ। শেষ দুই সেট তিনি জেতেন ৬-৩, ৬-২ গেমে। এটিই গফের প্রথম গ্র্যান্ড স্লাম। এই শতাব্দীর প্রথম টেনিস তারকা হিসাবে ১৯ পেরোনোর আগে গ্র্যান্ড স্লাম জিতলেন তিনি। শেষবার ১৯৯৯ সালে শেষ বার কিশোরী হিসাবে ইউএস ওপেন জিতেছিলেন সেরেনা।