ভারত-পাক সম্প্রীতির অপূর্ব দৃষ্টান্তের সাক্ষী রইল এশিয়া কাপের মঞ্চ। সদ্য বাবা হওয়া যশপ্রীত বুমরার হাতে উপহার তুলে দিলেন পাকিস্তানের তারকা পেসার শাহিন আফ্রিদি। রবিবার কলম্বোয় বৃষ্টির কারণে পুরো ম্যাচ খেলা হয়নি। সোমবার রিজার্ভ দিনে খেলা হবে। তার আগে রবিবার বুমরার হাতে উপহার তুলে দিলেন শাহিন। সদ্য বাবা হওয়ার কারণেই তিনি এই উপহার দিয়েছেন বুমরাকে। টুইটারে পাকিস্তান ক্রিকেট বোর্ড একটি ভিডিও পোস্ট করে। সেখানে দেখা যাচ্ছে, বুমরাকে ডেকে তাঁর হাতে উপহার তুলে দিচ্ছেন শাহিন। পাক পেসার বলেন, “তোমার সন্তানকে ঈশ্বর আশীর্বাদ করুন। এক দিন ও বুমরা হয়ে উঠবে এই আশা করি।” প্রসঙ্গত, গত ৪ঠা সেপ্টেম্বর বুমরা এবং তাঁর স্ত্রী সঞ্জনা গণেশনের সন্তানের জন্ম হয়। সেই কথা সমাজমাধ্যমে জানিয়েছিলেন বুমরা। ছেলের নাম রেখেছেন অঙ্গদ।
সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করে বুমরা লেখেন, “আমাদের ছোট পরিবার একটু বেড়ে গেল। যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি খুশি হয়েছি। আজ সকালে আমাদের ছেলে অঙ্গদ যশপ্রীত বুমরা পৃথিবীর আলো দেখল। আমরা দু’জনেই অত্যন্ত খুশি। জীবনের এই নতুন অধ্যায় শুরু হওয়ার জন্যে আর তর সইছে না।” সে দিনই এশিয়া কাপে নেপালের বিরুদ্ধে ম্যাচ ছিল ভারতের। বুমরা যদিও পাকিস্তান ম্যাচের পরেই দেশে ফিরে এসেছিলেন। সন্তানের জন্মের সময়ে স্ত্রীয়ের পাশেই ছিলেন তিনি। গত এক বছর চোটের কারণে খেলতে পারেননি বুমরা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দলে ফেরানো হয়েছিল তাঁকে। চোট সারিয়ে ফিরে সিরিজ সেরাও হয়েছিলেন বুমরা। এশিয়া কাপে তাঁর থেকে ভাল ফলের আশায় ভারতীয় সমর্থকেরা। পাকিস্তানের বিরুদ্ধে বৃষ্টির কারণে বল করেনি ভারত। নেপালের বিরুদ্ধে খেলতে পারেননি বুমরা। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে পুরো খেলা হয়নি। ফলত এখনও এশিয়া কাপে বল দেখা যায়নি তাঁকে।