কাতার বিশ্বকাপের পর আরও একবার জাপানের বিরুদ্ধে ধরাশায়ী হল জার্মান ফুটবল দল। আগামী বছরের ইউরো কাপের আয়োজক তারা। তার আগে জার্মানি ফুটবলে প্রবল দুশ্চিন্তার মেঘ ঘনিয়ে এসেছে। শনিবার ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ১-৪ গোলে হারের পরে জার্মানি জাতীয় দলের কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হল হ্যান্সি ফ্লিক-কে। রবিবার এক বিবৃতিতে সেই খবর জানানো হয়েছে। জার্মান ফুটবল সংস্থার প্রধান বার্নার্ড নুয়েনডর্ফ বলেছেন, ‘‘ডিরেক্টর রুডি ফোলারের সঙ্গে আলোচনা করার পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফ্লিককে আর জাতীয় দলের দায়িত্ব রাখা হবে না। ইউরোর আগে এমন একটা সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন ছিল, কিন্তু ফ্লিক প্রত্যাশা পূরণ করতে পারেননি।’’ পরিসংখ্যান বলছে, ফ্লিক দায়িত্ব নেওয়ার পরে ১৪ ম্যাচে জার্মানি জিতেছে মাত্র চারটি ম্যাচে। শেষ পাঁচ ম্যাচে কোনও জয় ছিল না। ১৩টি গোল হয়েছে জার্মানির বিরুদ্ধে।
এদিন নুয়েনডর্ফ জানান, ‘‘কোচ হিসেবে ফ্লিক ব্যর্থ হয়েছেন। ফলে আমাদের পরিবর্তনের পথে হাঁটতেই হল।’’ মঙ্গলবার ইদুনা পার্কে ফ্রেন্ডলি ম্যাচে জার্মানি আবার খেলতে নামবে ফ্রান্সের বিরুদ্ধে। নুয়েনডর্ফ বলেছেন, দ্রুত নতুন কোচের নাম ঘোষণা করা হবে। ইউরোর আগে জার্মানি ফুটবলকে ছন্দে ফেরানোই মূল লক্ষ্য তাঁদের। তবে হারের দায় নিজেদের কাঁধে নিয়েছেন ইকেই গুন্দোয়ান। ‘‘আমরা মোটেও ভাল খেলতে পারিনি। যত তাড়াতাড়ি সম্ভব, নিজেদের এই ভুলগুলো শুধরে নিতে হবে’’, বক্তব্য জার্মানি দলের অধিনায়কের।