জি২০ সম্মেলন। চারদিক ঝলমল করছে। বিদেশি অতিথিরাও সব এসেছেন। তার মধ্য়েই সামনে এল ভারত মণ্ডপমের সামনে জল জমার ছবি। রাতের বৃষ্টিতে জল জমে ওই মন্ডপমের সামনে। একেবারে জল থইথই অবস্থা। কার্যত দুধের মধ্যে চোনা।
ইন্ডিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশনে এক আধিকারিক জানিয়েছেন, ৫ নম্বর হলের কাছে জল জমেছিল। ভোরের বৃষ্টিতে এটা হয়েছিল। তবে একাধিক মেশিন ও লোকজন লাগিয়ে জল বের করা হয়েছে।
ইন্ডিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশনের সদর দফতর রয়েছে প্রগতি ময়দানে। আম আদমি পার্টির নেতা তথা দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ সেই জল জমে থাকার ভিডিয়ো শেয়ার করেছেন। তাঁর মতে এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তিনি এক্স প্লাটফর্মে লিখেছেন, ৫০ বার নজরদারি করেও মূল মণ্ডপমের কাছেই জল জমে গেল। এই কেন্দ্রীয় সরকারের জায়গায় আমারও কোনও ভূমিকা নেই। আমি খালি সহায়তা করতে পারি। দিল্লির লেফটেনান্ট গভর্নরকে তিনি ট্যাগ করেছেন। তবে তাঁর অফিস থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।