একুশের বিধানসভা নির্বাচনের আগে বাংলার ক্ষমতা দখলের লক্ষ্যে বিজেপির তরফে অতিরিক্ত বাঙালি প্রীতি দেখা গিয়েছিল। রাজ্যবাসীর মন জিততে উঠেপড়ে লেগেছিল তারা। কিন্তু একুশের ভোটে ভরাডুবির পর থেকেই সেই বাঙালি প্রীতিতে ভাটা পড়েছে। পরিস্থিতি এমনই যে বঙ্গ বিজেপিতে কোণঠাসা বাঙালি গেরুয়া কর্মীরাই! হ্যাঁ, এবার এমনই অভিযোগ জানিয়ে লেখা চিঠি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, দক্ষিণ কলকাতা বিজেপির নব গঠিত জেলা কমিটিকে কেন্দ্র করে ক্ষুব্ধ কর্মীরা। এই বিষয়ে চিঠি পাঠানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে। ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে, চিঠিতে লেখা হয়েছে, ‘কোন প্রদেশের জেলা কমিটি? পশ্চিমবঙ্গের দক্ষিণ কলকাতার না বিহার উত্তরপ্রদেশ? জনমানসে ঠিক স্পষ্ট নয়।’
প্রসঙ্গত, লোকসভা ভোটের আগে জেলায় জেলায় নতুন কমিটি গড়েছে বিজেপি। আর দক্ষিণ কলকাতার সেই নবগঠিত কমিটিকে কেন্দ্র করে দলের অন্দরে তৈরি হয়েছে ক্ষোভ। ভাইরাল ছবি অনুযায়ী, চিঠিতে অভিযোগ করা হয়েছে, দক্ষিণ কলকাতা জেলা কমিটিতে ২৫ জনের মধ্যে ১৩ জন অবাঙালি (৫২%)। শুধু দক্ষিণ কলকাতা নয়, বঙ্গ বিজেপির রাজ্য কমিটি, যুব মোর্চা এবং উত্তর কলকাতা সাংগঠনিক জেলা কমিটি, সর্বত্রই বাঙালিদের চেয়ে অবাঙালিদের দাপট বেশি। পাশাপাশি ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে, কংগ্রেসের সৌমেন দত্ত রায়ের বিজেপিতে আসা নিয়েও ক্ষোভ রয়েছে কর্মীদের। বঙ্গ বিজেপির সভাপতি আদপে কোনও ক্ষমতা নেই বলেও অভিযোগ করা হয়েছে চিঠিতে। বিজেপির বাঙালি কর্মীরাই চিঠিতে শাহকে জানিয়েছেন, এমন ভাবে চললে বাংলায় বিজেপির উত্থান সম্ভব নয়।