বিপদের বন্ধু। প্রাকৃতিক বিপর্যয়ে তছনছ হতে বসা হিমাচল প্রদেশের পাশে দাঁড়াল বাংলা। রাজ্য সরকারের তরফে ১ কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে হিমাচল সরকারকে। মুখ্যমন্ত্রী নিজেই এই খবর জানিয়েছেন। তবে এই সাহায্যে তিনি নিজেও খুব একটা খুশি নন। খানিকটা আক্ষেপের সুরেই তিনি বলেন, ‘আমরা গরিব সরকার। এর বেশি আর কী করে পারব’?
গত জুলাইতে হিমাচল প্রদেশ ব্যাপক প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়ে। লাগাতার প্রবল বৃষ্টিকে একসময়ে ‘বিপর্যয়’ বলেই ঘোষণা করে দেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। বৃষ্টি ও ধসের কারণে মৃতের সংখ্যা ৮০ ছুঁইছুঁই। প্রায় দশ হাজার কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। এখনও সিমলার মন্দিরের ধ্বংসাবশেষের তলায় বেশ কয়েকজনের দেহ চাপা পড়া অবস্থায় উদ্ধার হয়েছে। বন্যা বিপর্যস্ত হিমাচলের পরিস্থিতিকে জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষণা করার দাবিতে কেন্দ্রকে চিঠি দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে।
গত মাসের শেষ দিকে বিপর্যস্ত হিমাচল পুনর্গঠনের জন্য আলাদা করে ২০০ কোটি টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছে কেন্দ্র। মোট ৩৬০ কোটি টাকা দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। এবার পশ্চিমবঙ্গ পাশে দাঁড়াল বৃষ্টি বিধ্বস্ত হিমাচলের। ১ কোটি টাকা দিচ্ছে রাজ্য সরকার। পাশাপাশি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হোক বলে প্রার্থনা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে অবশ্য হিমাচল সরকারের কোনও প্রতিক্রিয়া মেলেনি এখনও।