উত্তরপ্রদেশের ঘোসি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনর ভোট গণনা আজ। গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সমাজবাদী পার্টির টিকিটে জয়ী হয়েছিলেন দারা সিং চৌহান। তবে এই প্রচাপশালী ওবিসি নেতা সমপ্রতি পদত্যাগ করেন এবং বিজেপিতে যোগ দেন। তাই এখানে নতুন করে ভোটগ্রহণ হয়। উপনির্বাচনে এই কেন্দ্রে ৫০.৭৭ শতাংশ ভোট পড়েছিল।
ঝাড়খণ্ডের দুমরি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোট গণনা আজ। বিধায়কের মৃত্যু হওয়ায় এবার ওই কেন্দ্রে উপনির্বাচন হয়। গত ৫ সেপ্টেম্বর এই কেন্দ্রের উপনির্বাচনে ভোট পড়ে ৬৪.৮৪ শতাংশ। গিরিডি জেলার এই কেন্দ্রে ইন্ডিয়া জোটের তরফ থেকে প্রার্থী হয়েছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রার্থী বেবি দেবী। মৃত বিধায়কের স্ত্রী তিনি। এদিকে বিজেপি সমর্থিত আজসু-র প্রার্থী হয়েছেন যশোদা দেবী। এদিকে এই কেন্দ্রে এআইএমআইএম-এর প্রার্থী হয়েছেন আবদুল রিজভি।
উত্তরাখণ্ডের বাগেশ্বর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফল প্রকাশ আজ। এই কেন্দ্রে এর আগে ২০০৭ সাল থেকে টানা জিতে এসেছিলেন মন্ত্রী চন্দন রাম দাস। তবে গত এপ্রিলে তাঁর মৃত্যু হলে আসনটি ফাঁকা হয়ে যায়। এই আবহে এই কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয় গত ৫ সেপ্টেম্বর।
ত্রিপুরার ধানপুরেও আজ উপনির্বাচনের ভোট গণনা। ধনপুরে বিজেপি প্রার্থী বিন্দু দেবনাথের লড়ই সিপিএমের কৌশিক চন্দের বিরুদ্ধে। এদিকে উপনির্বাচনে ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছে সিপিএম। এই আবহে আজকের ভোট গণনায় তারা অংশ নেবে না বলে জানিয়েছে। ত্রিপুরার বক্সনগর বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত উপনির্বাচনেরও ফল প্রকাশ আজ। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এই বিধানসভা কেন্দ্রটি সিপাহিজলা জেলায়। এর আগে এই কেন্দ্রের বিজেপির টিকিটে লড়েও হেরেছিলেন তফজ্জল হুসেন। গেরুয়া শিবির এই উপনির্বাচনে আবার তাঁকেই প্রার্থী করে। এদিকে এই কেন্দ্রের উপনির্বাচনে বামেদের প্রার্থী হন মিজান হুসেন। মিজান প্রয়াত বিধায়ক সামসুল হকের পুত্র।