ফের বিতর্ক বাড়ল রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ঘিরে। রাজ্যের শিক্ষাব্যবস্থাকে ধংস করতে চান রাজ্যপাল, বারবার এই অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী থেকে রাজ্যের অন্যান্য মন্ত্রী। সিভি আনন্দ বোসের হস্তক্ষেপের প্রতিবাদে রাজভবনের বাইরে ধরনায় বসার হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত আগামীকাল অর্থাৎ শুক্রবার সকাল ১১টায় রাজভবনের সামনে ধরনায় বসতে চলেছে উপাচার্যরা।
জানা গিয়েছে, রাজভবনের নর্থ গেটের বিপরীতে নিঃশব্দ প্রতিবাদে বসবেন উপাচার্য এবং বিশিষ্ট শিক্ষাবিদরা। তাঁদের অভিযোগ, রাজ্যের উচ্চশিক্ষায় অব্যবস্থা তৈরি করছেন রাজ্যপাল। বিশ্ববিদ্যালয় নিয়ে বিধানসভায় পাশ হওয়া বিলে স্বাক্ষর করছেন না তিনি। শুধু তাই নয়, ৭ই সেপ্টেম্বর রাজ্যপাল প্রচুর মিথ্যা প্রচার করেছেন বলেও জানিয়েছেন তাঁরা।