জি-২০ সম্মেলন উপলক্ষ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আয়োজিত নৈশভোজের একটি আমন্ত্রণ পত্রে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার পরিবর্তে প্রেসিডেন্ট অফ ভারত লেখার পর থেকেই জল্পনা শুরু হয়েছে ‘ইন্ডিয়া’ নাম বদলে দেশের নাম ভারত করতে চাইছে মোদী সরকার। যা নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে দেশের রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। অনেকেই মনে করছেন যেহেতু বিরোধীদের জোটের নাম ইন্ডিয়া, সেই কারণেই কেন্দ্র চাইছে দেশের নাম ইন্ডিয়া থেকে ভারত করে দেওয়া হোক। এহেন পরিস্থিতিতে বিরোধী জোটের জন্য নতুন নাম সুপারিশ করলেন কংগ্রেস সাংসদ শশী থারুর।
তিনি বলেন, বিরোধী জোটের নামের কারণেই দেশের নাম বদলাতে উঠে পড়ে লেগেছে সরকার। যদি ইন্ডিয়া জোটের নামে এতই আপত্তি থাকে, তাহলে বিরোধী জোটের নাম পালটে ভারত করে দেওয়া যেতে পারে। তাহলে হয়তো দেশের নাম পালটানোর এই খেলা থেকে সরে দাঁড়াবে কেন্দ্র। তাঁর কথায়, ‘আমাদের জোটের নাম পালটে ভারত করে দিতেই পারি। আমাদের জোটের নাম হবে ‘অ্যালায়েন্স ফর বেটারমেন্ট, হারমোনি অ্যান্ড রেসপন্সিবল অ্যাডভান্সমেন্ট ফর টুমোরো, যার আদ্যাক্ষর মিলিয়ে তৈরি হবে ভারত। তাহলে হয়তো নাম বদলের এই আজব খেলা বন্ধ করবে ক্ষমতাসীন দল।’